বাউফলের ১২ জেলের খোঁজ নেই

বাউফলের ১২ জেলের খোঁজ নেই

দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১২জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গত ৫দিন ধরে ওই জেলেদের কোন খোঁজ না পেয়ে উৎকন্ঠায় রয়েছে জেলে পরিবার গুলো। নিখোঁজরা হলেন, ট্রলারের মালিক বাবুল বেপাড়ি, জসিম বয়াতী, কবির, কামাল হোসেন, সবুজ বেপাড়ি, হুমায়ুন কবীর, সুমন মিয়া, আবুল হোসেনসহ ১২জন।  
সুত্রে জানা গেছে, গত ১৬আগষ্ট বাবুল বেপাড়ি তার ট্রলার নিয়ে ১২জন জেলেসহ গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। গত ৫দিন ধরে তাদের কারো কোন খোঁজ না পেয়ে জেলে পরিবারের সদস্যরা উৎকন্ঠায় রয়েছেন।
নিখোঁজ বাবুল বেপাড়ির ভাই বেল্লাল বেপাড়ি জানান, তাঁর ভাই গত রোববার ১৬ আগষ্ট ১১জন জেলে নিয়ে ট্রলার যোগে গভীর সমুদ্রে মাছ শিকারে গেলে ১৯আগষ্ট শুক্রবারে ঝড়ের কবলে পড়ে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাই। এরপড় জানতে পারি কোষ্টগার্ড শতাধিক জেলে সমুদ্র থেকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নৌঘাটে নিয়ে আসে। শনিবার সেখানে খোঁজ নিতে গেলে আমাদের ট্রলারের কোন জেলেকে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসি।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামূল হক আলকাস বলেন,আমার ইউনিয়নের ১২জন জেলে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে পরিবারের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদের সর্বাত্মক সহযোগীতা করা হচ্ছে।